নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম (৩৩)। তিনি মধ্য দশঘরিয়া দাস বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে। বিধান চন্দ্র সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা গেছে। এরপর তিনি সাইফুল ইসলাম নামেই পরিচিত হন।
আদালত সূত্র জানায়, চাচা পূর্ণ চন্দ্র দাসের সঙ্গে ভাতিজা সাইফুলের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুরের দিকে দশঘরিয়া বাজারে মাছ বিক্রি করা অবস্থায় চাচাকে পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেন ভাতিজা সাইফুল। বুকে ও পিঠেও দু’টি কোপ দেওয়া হয়। সে সময় বাজারে উপস্থিত লোকজন সাইফুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহত পূর্ণ চন্দ্র দাসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। এ ঘটনায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল বাংলানিউজকে জানান, বুধবার আসামি সাইফুলের উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআরএস