ফরিদপুর: ফরিদপুরে সৌদি আরবগামী ১ হাজার ৭০৬ জন কর্মীকে কোয়ারেন্টিন বাবদ আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
বুধবার (১০ নভেম্বর) সকালের দিকে জেলা শহরের কবি জসীম উদ্দীন হলে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবগামী কর্মীদের হাতে চেক বিতরণ করা হয়। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।
বিশেষ অতিথি ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-সচিব আরিফ আহমেদ খান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার প্রমুখ।
এ সময় ফরিদপুর, রাজবাড়ী ও শরিয়তপুর জেলার ১ হাজার ৬৬২ জন পুরুষকে ২৫ হাজার করে এবং ৪৪ জন নারীকে ২০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এসআরএস