খুলনা: খুলনার আলীম জুট মিল গেট এলাকায় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পরে দুই নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোল্লা খরির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মর্জিনা (৩৮) ও শিফালী (৪০)।
ওসি জানান, একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং ওই দু’জন নারী রেল লাইনের ওপরে কী করছিলেন তা তিনি জানাতে পারেননি। এছাড়া তাদের বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এমআরএম/এমআরএ