নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হুইল চেয়ারে এসে ভোট দিয়েছেন সাইজুদ্দুন (৮০) নামে এক বৃদ্ধ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে বক্তাবলী ৩ নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।
ভোট দিয়ে সাইজুদ্দিন জানান, ভোট দিতে এসেছি। আমার ভোট আমি দিয়েছি। নাতিকে নিয়ে সকালে প্রস্তুত হয়েছি ভোট দেব বলে। ভালো লাগছে ভোট দিতে পেরে। যাকে ভোট দিয়েছি সে জয়ী হলেই খুশি।
তিনি জানান, ভোট দিতে কোন সমস্যা হয়নি। সবাই সহযোগিতা করেছে। নির্বাচন সুন্দর হচ্ছে।
নারায়ণগঞ্জের ১৬ ইউপির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৫ জন, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায করছেন ৫১ জন।
সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী রয়েছেন ১ হাজার ১৫৫ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ৬ হাজার ৫৪৭ জন।
নির্বাচনে তিনটি উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে ২৭৬টি। ভোটার সংখ্যা ৬ লক্ষ ৭৮ হাজার ৬৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লক্ষ ৪৫ হাজার ৯৪৭ জন এবং মহিলা ভোটার ৩ লক্ষ ৩২ হাজার ৭৩৪ জন।
নির্বাচনে ২ সহস্রাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা,নভেম্বর ১১, ২০২১
এনএইচআর