গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় দুটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় ডাইসিন কেমিক্যাল কারখানার গুদামে আগুন লাগে। পরে আগুন পাশে ৬তলা ভবন বিশিষ্ট লাইফ টেক্সটাইল (প্রা.) লিমিটেড কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে কালিয়াকৈর, কাশিমপুর মিনি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পাশের বে-রাবার লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. কাইয়ুম ইসলাম বাংলানিউজকে জানান, বিকট শব্দ পেয়ে কারখানা থেকে বেরিয়ে যাই। পরে দেখি ডাইসিন কেমিক্যাল কারখানার গুদামে আগুন। কিছুক্ষণ পরেই লাইফ টেক্সটাইল (প্রা.) লিমিটেড কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আমাদের কারখানাসহ আশপাশের কারখানা থেকে শ্রমিকরা আগুন নেভানোর কাজে সহযোগিতা করে এবং পানি সরবরাহ করা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫১৩, নভেম্বর ১১, ২০২১।
আরএস/জেডএ