ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সেই শরবত বিক্রেতার পাশে আরএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
সেই শরবত বিক্রেতার পাশে আরএমপি কমিশনার

রাজশাহী: সংসারে অভাব যেন নিত্যসঙ্গী। কখনও রাজমিস্ত্রির কাজ করেছেন, কখনও করেছেন সবজি বিক্রি।

আবার কখনও পথের ধারে বিক্রি করেছেন লেবুর শরবত। এরপরও থেমে যাননি তিনি। চালিয়ে গেছেন পড়ালেখা।  

মাদরাসা শিক্ষাবোর্ড থেকে দাখিল ও আলিম পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫। পথের ধারে লেবুর শরবত বিক্রির ফাঁকে পাওয়া কোনো ফুরসতে কিংবা সারা দিনের কাজ শেষে পথেই সড়কবাতির নিচে পড়ালেখা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়েছেন তিনি।  

অদম্য এই মেধাবীর নাম সাদেকুল ইসলাম। তার গল্প জেলে পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। তার উদ্যোগে সাদেকুল পেয়েছেন স্নাতক প্রথম বর্ষের বইসহ শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তায়।  

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে আরএমপি সদর দপ্তরে আলোচিত সেই শরবত বিক্রেতা মো. সাদেকুল ইসলাম পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পুলিশ কমিশনার সাদেকুলের লেখাপড়াসহ সাবির্ক বিষয়ে খোঁজ-খবর নেন। নির্বিঘ্নে পড়ালেখা করতে আর্থিক সহায়তা পেয়ে সাদেকুল আরএমপি কমিশনারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এর আগে সেপ্টেম্বরে ‘শরবত বিক্রির ফাঁকে চলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলে বিষয়টি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জার নজরে আসে।  

তার উদ্যোগে ১০ অক্টোবর আরএমপি সদর দপ্তরে ফুডপান্ডার খাবার সরবরাহের জন্য সাইকেল, হেলমেট ও মোবাইল ফোন সাদেকুলের হাতে তুলে দেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। এবার সাদেকুলের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা দিলেন আরএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।