ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘তুরস্ক-বাংলাদেশ অনেক ক্ষেত্রেই একই রকম’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
‘তুরস্ক-বাংলাদেশ অনেক ক্ষেত্রেই একই রকম’

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, তুরস্ক ও বাংলাদেশ অনেক ক্ষেত্রেই একই রকম। ঢাকার তুরস্ক দূতাবাসে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বরে) তুরস্ক দূতাবাসে ‘গোল্ডেন: বাংলাদেশ @৫০’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত।

মুস্তাফা ওসমান তুরান বলেন, অনেক ক্ষেত্রেই তুরস্ক ও বাংলাদেশ একই রকম। আমাদের উভয় দেশের মানুষ গান, গল্প ও কবিতা ভালোবাসে। উভয় দেশের সৃজনশীলতা ও অভিব্যক্তির উপায়গুলো অন্বেষণ করতে হবে। আমরা বাংলাদেশের সঙ্গে আরও সাংস্কৃতিক বিনিময়ের অপেক্ষায় রয়েছি।

বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মঈনুদ্দিন বলেন, আমি বইটি পছন্দ করেছি। পাঠকদের উপহার হিসেবে প্রকাশ করতে পেরে খুশি হয়েছি।

‘গোল্ডেন: বাংলাদেশ @৫০’ শীর্ষক বইটির সংকলন করেছেন শাজিয়া ওমর। এতে দেশ-বিদেশের বাংলাদেশি লেখকদের ছোটগল্প ও কবিতা স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।