কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রাকচাপায় সিরাজ আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সেলিমনগর এলাকা থেকে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন সিরাজ আলী। পথে আমিন বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদশে সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এফইএস/আরবি