মানিকগঞ্জ: দ্বিতীয় ধাপ ইউপি নির্বাচনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর এক কর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ আনারস প্রতীকের সদস্যরা।
শুক্রবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বাউদি পাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
নৌকা মনোনীত প্রার্থীর কর্মী খোকন মিয়া বলেন, নির্বাচনের ফলাফলের পরপরই আমাকেসহ আরও বেশ কয়েক জনকে মারধরের হুমকি দেয় বিজয়ী আনারস প্রতীকের কর্মীরা। পরে আমরা সবাই বাড়ি চলে আসি। ভোর রাতের দিকে গোয়াল ঘরে আগুন দেখে বেড় হই কিন্তু ওই ঘরে থাকা দুটি গরু এবং আমার ব্যবহৃত একটি মোটরসাইকেল পুড়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, ভোর রাতের দিকে জামির্তা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা,নভেম্বর ১২, ২০২১
এনএইচআর