ঢাকা: নারায়নগঞ্জের ফতুল্লার আগুনের ঘটনায় দেয়াল চাপায় আহত মঙ্গলী বিশ্বাস (২৫) নামের এক নারী চিকিৎসাধীন ঢাকা মেডিক্যাল মারা গেছে। ঘটনার সময় বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে তার ওপরে পড়ে।
শুক্রবার (১২নভেম্বর) সকাল বেলা১১টার দিকে ২০৪নম্বর ওয়ার্ডে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি বলেন, মঙ্গলীর মাথায় আঘাত ছিল। ঘটনার সময় দেয়াল চাপায় আহত হয়েছিলেন।
মঙ্গলীর এক আত্মীয় কুমেত চন্দ্র সরকার জানায়, মঙ্গলীর এলাকার একটি কারখানায় চাকরি করতেন। এক মেয়ে পূর্ণিমা বিশ্বাসকে (১২) নিয়ে লালখাঁন এলাকায় ভাড়া থাকতেন। ঘটনার সময় পূর্ণিমাও আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দগ্ধ ৬জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টটিটিউটে নিয়ে আসে দগ্ধদের স্বজনরা। দগ্ধরা হলেন, তুলসী রানী সরকার (৬০), ছেলে সোহেল সরকার (১২) দুই মেয়ে ঝুমা সরকার (১৯), ও মনি সরকার (২৭), মনির স্বামী সুধন দাস (৩৫), তুলসী রানীর ভাতিজা সৌরভ দাস(২২)।
দুর্ঘটনায় বাড়ির ৫টি রুমসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল উড়ে গেছে। এ সময় মায়া রানী নামে এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । আরও অন্তত ১৫ জন নারী পুরুষ ও শিশু দগ্ধ হয়েছে।
রান্নার গ্যাস থেকে বাড়িতে বিস্ফোরণ, নিহত ১ আহত ১৫
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এজেডএস/এসআইএস