ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ইজিবাইকে ট্রাক্টরের ধাক্কা, বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
নবাবগঞ্জে ইজিবাইকে ট্রাক্টরের ধাক্কা, বাবা-ছেলে নিহত দুর্ঘটনাকবলিত ইজিবাইক

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার বল্লভপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কবিরুল ইসলাম (৩৫) ও তার শিশু পুত্র কাওছার হোসেন (৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কবিরুল ইসলাম আত্মীয় বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে ইজিবাইকের করে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক্টর উপজেলার গাজীপুর নামক স্থানে ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু কাওছার। পরে স্থানীয়রা কবিরুল ইসলাম তার স্ত্রী, মেয়ে এবং নবজাতক শিশুকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কবিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার পরপরই গাড়ির চালকসহ অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করে।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহত কবিরুল ইসলামের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।