ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আবুল কালাম (৫৮) শামসুদ্দিন রবিন (২৮) রিপন (৪৫) শফিক (৪০) বিশ্বনাথ (৫০) ও কবির (৪০)।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
তবে তিনি আশেপাশের লোকদের বরাত দিয়ে আরও জানান, ওই মার্কেটের নিচতলায় একটি সিলিন্ডারের দোকান আছে। যেখানে সিলিন্ডারগুলো রং করা হয়। সেখানেই একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনের ফুল্কিতে দোকানের কর্মীরা দগ্ধ হয়েছেন। তবে কতজন দগ্ধ হয়েছেন এখনো জানা যায়নি।
ধারণা করা হচ্ছে খালি সিলিন্ডারের ভিতরে কিছু অংশ জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে একটি সূত্র জানান, জনপদ মোড়র ঘটনায় ৬ জন দগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেখ হাসিনা জাতীয় ও বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ডা. আইউব হোসেন জানান, যাত্রাবাড়ী জনপথ এলাকার থেকে ৬ জন দগ্ধদের ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, ওই মার্কেটের তার ওয়েল্ডিং দোকান আছে। হঠাৎ পাশের দোকান থেকে আগুনের ফুল্কিতে তার দুইহাত ও মুখমণ্ডল ঝলসে যায়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এজেডএস/এনএইচআর