ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এক ঘণ্টার ব্যবধানে ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এক ঘণ্টার ব্যবধানে ভাই-বোনের মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় এক ঘণ্টার ব্যবধানে বোনের মৃত্যুর পরে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি ও দক্ষিণ শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সুজনকাঠি গ্রামের রাহিমুন বিবি (৬৫) বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ি দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে মারা যান। একইদিন তার মৃত্যুর এক ঘণ্টা পর পূর্ব সুজনকাঠি গ্রামের রাহিমুন বিবির বড় ভাই আব্দুল খাদেম মোল্লা (৯০) বার্ধক্যজনিত কারনে অসুস্থ অবস্থায়  মারা যান।

আব্দুল খাদেম মোল্লার ছেলে আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী আজিজুল মোল্লা জানান, অনেকদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। এছাড়া আমার ফুপুও অসুস্থ অবস্থায় ছিল। শনিবার বিকেলে আমার ফুপু রাহিমুন বিবি প্রথমে মারা যায়। তার এক ঘণ্টা পর আমার বাবা আব্দুল খাদেম মারা যায়।

রাহিমুন বিবির ছেলে মাহাবুব হোসেন জানান, শনিবার বাদ এশা মায়ের জানাজা শেষে আমাদের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়।

এছাড়া রোববার সকালে আব্দুল খাদেম মোল্লার জানাজা শেষে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়।

এদিকে এ ঘটনায় গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুসহ বিভিন্ন নেতারা।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।