ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘মর্গে এসে দেখি আব্বার অর্ধগলিত মরদেহ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
‘মর্গে এসে দেখি আব্বার অর্ধগলিত মরদেহ’

কুষ্টিয়া: ফেসবুকের মাধ্যমে ছবি দেখে ছেলে। ভেড়ামারায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিন দিন ধরে বাবাও নিখোঁজ। মর্গে গিয়ে ছেলে দেখে বাবার অর্ধগলিত মরদেহ।

নিখোঁজের তিনদিন পর কোরবান আলী মোল্লা (৫৫) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) সকালে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মনিপার্ক সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত কোরবান আলী মোল্লা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কচুয়াদহ গ্রামের বাসিন্দা মৃত জান আলী মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কোরবান আলী। তারপর থেকেই নিখোঁজ হন কোরবান আলী। পরে আর বাড়িতে ফিরেনি কোরবান আলী এবং তার মোবাইলটাও বন্ধ পাওয়া যায়। পরিাবারের স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পেয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

রোববার সকালে স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের অর্ধগতিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইকটি ছিনতাই করতেই তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে দাবি পুলিশের। তার ইজিবাইক উদ্ধার ও হত্যার রহস্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

কোরবান আলীর ছেলে মোমিন বাংলানিউজকে বলেন, ‘নিখোঁজ পর বিভিন্ন জায়গায় খুঁজেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফেসবুকে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের খবর দেখে রোববার দুপুরে মর্গে এসে দেখি আব্বার অর্ধগলিত মরদেহ পড়ে আছে। কোনো ছিনতাইকারী সন্ত্রাসীরা আমার আব্বাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই। ’

ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি কোনো ছিনতাইকারী চক্র অটোরিকশা ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহ পুকুরে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাক তাদের শনাক্তসহ গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে দেওয়া এজাহারটি মামলা হিসেবে দায়ের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।