ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
পাবনায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ...

পাবনা: পাবনা সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়েকে (৭) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে শিশুটির নানা কৃষক মোতাহার প্রামাণিক বাদী হয়ে সুজানগর থানাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এদিকে এই ঘটনা এলাকায় জানাজানি হলে অভিযুক্ত ভ্যানচালক মজিদ শেখকে (৪২) স্থানীয়রা সকাল ৯টার দিকে কামালপুর বাজার এলাকা থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। মজিদ একই এলাকার মৃত ছকির শেখের ছেলে।

ঘটনার বিষয়ে শিশুটির নানা মোতাহার বলেন, ঘটনাটি ৯ নভেম্বর ঘটেছে। এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলার জন্য আমরা কিছু করতে পারিনি। বিষয়টি এলাকার অনেকেই জানেন। ঘটনার পরে অভিযুক্ত আত্মগোপনে ছিল। রোববার (১৪ নভেম্বর) সকালে তাকে পার্শবর্তী এলাকায় ভ্যান চালানো অবস্থায় আটক করি। পরে স্থানীয় থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, ওই দিনে আমি আমাদের এলাকার সোনাতলা বিলে মাছ ধরছিলাম। বাড়ির পাশ দিয়ে ভ্যান চালিয়ে আসছিল মজিদ। ওর নানি ওকে ভ্যানে উঠিয়ে দিয়েছিল আমার কাছে অসার জন্য। মজিদ আমার নাতনিকে বিলের মধ্যে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাড়িতে গিয়ে বিষয়টি সে তার নানিকে বলে। পরে ওর নানি আমাকে বলে। ওর বাবা বিদেশে থাকে আর মেয়ে ও নাতনি আমাদের কাছে থাকেন।

পাবনা সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি বেশ কয়েকদিন আগে হলেও রোববার (১৪ নভেম্বর) আমাদের কাছে ভিকটিমের নানা লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনায় ধর্ষণ মামলায় অভিযুক্ত মজিদকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনার প্রতিবেদন আদালতে পেশ করা হবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।