ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বিস্ফোরণ, মারা গেলেন বিশ্বনাথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
যাত্রাবাড়ীতে বিস্ফোরণ, মারা গেলেন বিশ্বনাথ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বিশ্বনাথ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডের মেইল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে মৃত্যু হয় তার।

রোববার (১৪ নভেস্বর) বার্ণ ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর জনপথ এলাকা থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শামসুদ্দিন রবিন ছাড়া বাকি ৫ জনের অবস্থা গুরুতর ছিল। এর মধ্যে রোববার বিশ্বনাথ নামে একজন মারা গেছেন। বাকি চারজনের অবস্থাও খারাপ, তারা চিকিৎসাধীন আছেন।

নিহত বিশ্বনাথ রাজধানীর লক্ষ্মীবাজার বানিয়ানগর  নগর এলাকার বাসিন্দা। দুই সন্তানের জনক ছিলেন।
>>>আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বিস্ফোরণে দগ্ধ ৬

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।