ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা, একজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, নভেম্বর ১৪, ২০২১
রাজধানীতে বৈজ্ঞানিক কর্মকর্তাকে হত্যা, একজন গ্রেফতার

ঢাকা: রাজধানীর শ্যামলী সড়কে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে (৭২) ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, জনবহুল সড়কে প্রকাশ্যে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আগে ১১ নভেম্বর সন্ধ্যার পর শ্যামলী হলিল্যান্ড এলাকায় আনোয়ার শহীদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সোরহওয়ার্দী  হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছেন চিকিৎসকরা।

প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণার কথা জানায় পুলিশ।

নিহত আনোয়ার শহীদের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। তিনি মিরপুরের কল্যাণপুর এলাকায় থাকতেন।

আরও পড়ুন: 
আনোয়ার শহীদের মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
পিএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ