ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার বাড়ইপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।  

রোববার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।  

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, মোটরসাইকেল আরোহী কালিয়াকৈরের  চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় চন্দ্র-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। সেখানে আঘাত পেয়ে ওই পথচারী ঘটনাস্থলে মারা যান।  

তিনি আরও জানান, এ সময় মোটরসাইকেলচালক পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি এবং মোটরসাইকেলটি উদ্ধার করে।  

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪০, নভেম্বর ১৫, ২০২১  
আরএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।