ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরিচয় মিলেছে সেই বাবা-ছেলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
পরিচয় মিলেছে সেই বাবা-ছেলের ফাহাদ ও ওমর ফারুক

নিজের দুই পা নেই তো কী, ছেলের হাত আঁকড়ে ধরে রাবার মোড়ানো হাঁটুতে ভর করেই নেমে পড়েন রাস্তায়। নিজে গাড়ির পাশে থেকে নিরাপদে সন্তানকে রাস্তা পার করেন।

এমন একটি ছবি নেটে ছড়িয়ে পড়লে, ভালোবাসা ও বাবার দায়িত্ববোধ দুটিই মুগ্ধ করে সবাইকে।  

সবাই জানতে চেয়েছেন এই বাবা ছেলের পরিচয়। জানা গেছে ১৪ নভেম্বর শুরু হওয়া এসএসসি বা  মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতেই ছেলে সালেহ আহমেদ ফাহাদকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন বাবা ওমর ফারুক।  

আর তখনই কেউ ছবিটি তুলে ইন্টারনেটে ছাড়েন। মুহূতেই ছড়িয়ে পড়ে ছবিটি।  

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে ফাহাদ। পরীক্ষা চলছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজ কেন্দ্রে।

ভাইরাল হওয়া ছবিতে ফাহাদের সঙ্গে তার বাবাই ছিলেন, এ তথ্য নিশ্চিত করেছেন বনানী বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়াংকা হালদার শিখা। তিনি বলেন, ‘বাবা অনেক কষ্ট করে ফাহাদকে পড়াচ্ছেন। আমরা প্রতিষ্ঠান থেকেও সহায়তা দিয়েছি। তার কাছ থেকে কোনো বেতন বা ফি নেওয়া হতো না। ’

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।