ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৭টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
পাথরঘাটায় ৭টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার বিষখালি নদী সংলগ্ন উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের চামড়া ও মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে রোববার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে ৭টি হরিণের চামড়া ও মাংস উদ্ধার করা হয়।

ফাহিম শাহরিয়ার জানান, সুন্দরবন এলাকা থেকে হরিণ শিকারের সঙ্গে জড়িত চোরাকারবারিরা একটি বড় চালান নিয়ে উপকূলীয় এলাকায় প্রবেশ করতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পাথরঘাটা উপজেলাধীন চরলাঠিমারা এলাকার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। রাত ১১টার দিকে হরিণঘাটা ইকোপার্কের খালের পাড় থেকে ৭টি হরিণের কাঁচা চামড়া ও দশ কেজি মাংস পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

তিনি জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাংস ও চমড়া পাথরঘাটা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।