ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বাস কেড়ে নিল আনসার সদস্যের প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
খুলনায় বাস কেড়ে নিল আনসার সদস্যের প্রাণ ...

খুলনা: খুলনায় যাত্রীবাহী বাস চাপায় ইউসুফ আলী নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রূপসা উপজেলার আলাইপুর আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে থানায় সোর্পদ করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রূপসা আনসার ক্যাপের সামনে রূপসা-মোংলাগামী যাত্রীবাহী বাস মিথি ক্ল্যাসিক আনসার সদস্য ইউনুসকে চাপা দেয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।