ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কোও সম্মানিত হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করে ইউনেস্কোও সম্মানিত হয়েছে

ঢাকা: বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার প্রবর্তন করে শুধু তার প্রতি সম্মান শ্রদ্ধাই দেখায়নি এতে ইউনেস্কোও সম্মানিত হয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার (১৫ নভেম্বর) সৃজনশীল অর্থনীতির জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্যা ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি-শীর্ষক এ পুরস্কার প্রবর্তন করায় সংসদের অধিবেশনে ধন্যবাদ প্রস্তাব আনা হয়।

এই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রাশেদ খান মেনন এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

রাশেদ খান মেনন বলেন, ইউনেস্কো এই পুরস্কার প্রবর্তন করে শুধু বঙ্গবন্ধুর প্রতিই সম্মান, শ্রদ্ধা জানালো না, এতে ইউনেস্কো নিজেও সম্মানিত হয়েছে। এর আগে ইউনেস্কো ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে।

রাশেদ খান মেনন আরও বলেন, বঙ্গবন্ধু নিজেই একজন সৃজনশীল মানুষ ছিলেন। স্বাধীনতার পর ধ্বংস প্রাপ্ত অর্থনীতি ধসে পরে ছিল। বঙ্গবন্ধু এই অর্থনীতি পুনরুদ্ধারে সাধারণ মানুষের সৃজনশীলতার উপর নির্ভর করেছিলেন।

তিনি আরও বলেন, আমাদের তরুণ সমাজ যাতে সৃজনশীলতায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পারে সে দিকে নজর দেওয়া দরকার। তরুণ সমাজের সৃজনশীলতাকে অধিক উৎসাহ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।