ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে নির্বাচনী সহিংসতা: চিকিৎসাধীন একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
কালকিনিতে নির্বাচনী সহিংসতা: চিকিৎসাধীন একজনের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) ভোরে ঢাকার মোহাম্মদপুর হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়া।

নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানান, ১০ নভেম্বর দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে সিডি খান ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. চান মিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় দুই পক্ষই বোমা বিস্ফোরণ করে। এতে দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়। আহতদের প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মোহাম্মদপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন সোমবার ভোরে চরদৌলত খান গ্রামের জয়নাল প্যাদার ছেলে আলমগীর হোসেন প্যাদা (৫৬) মারা যায়। মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কালকিনি থানা থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া মিলন মিয়া জানান, আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চান মিয়ার লোকজন আমার চাচাতো ভাই আলমগীর হোসেন কয়েকজনকে গুরুতর জখম করে। এর আগেও তার লোকজন ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটায়। তিনি জোর করে এলাকার মানুষকে জিম্মি করে নির্বাচনে জয়ী হয়েছেন। এই হত্যার ঘটনায় কালকিনি থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে বোমা হামলার সঙ্গে জড়িত নয় দাবী করে বিজয়ী চেয়ারম্যান মো. চাঁন মিয়া শিকদার বলেন, আমার কোন লোকজন বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত না। নিজেরা নির্বাচনের আগের দিন এলাকায় ত্রাস সৃষ্টি করতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। সেই বোমার আঘাতে তার (মিলন মিয়া) লোকজন আহত হয়েছে। এতে আমার কোন দোষ নাই। সিডি খানের জনগন আমাকে ভোটের মাধ্যমে রায় দিয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল জানান, ১০ নভেম্বরের ঘটনায় সিডি খান থেকে আট জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল। তখন কেউ মামলা দেয়নি। আহতদের মধ্যে একজন মারা গেছে বলে শুনেছি। উত্তেজনাকর পরিস্থিতি মোকাবেলার জন্যে অতিরিক্ত পুলিশ মোতায়ন রাখা আছে।

বাংলাদেশ সময়:  ঘণ্টা,নভেম্বর ১৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।