ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রীবাহী বাসে ২০০ মণ জাটকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
যাত্রীবাহী বাসে ২০০ মণ জাটকা!

বরিশাল: বরিশালে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির যাত্রীবাহী বাস থেকে ২০০ মণ জাটকা (ছোট সাইজের ইলিশ মাছ) জব্দ করেছে পুলিশ।

সোমবার (১৫ নভেম্বর) সকালে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কাফিল উদ্দিনের নেতৃত্বে দপদপিয়া জিরো পয়েন্টে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে,অভিযানে কুয়াকাটা ও গলাচিপা থেকে ঢাকাগামী চেয়ারম্যান, ডলফিন ও বেপারী পরিবহন থেকে পৃথকভাবে এই মাছ জব্দ করা হয়।

পরে উদ্ধারকৃত মাছগুলো বরিশাল সদর নৌ থানায় এনে বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

নৌ পুলিশ বরিশাল অঞ্চলের এসপি কাফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া জিরো পয়েন্টে অভিযান চালিয়ে মাছগুলো উদ্ধার করা হয়। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।