ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুরি করাই ওদের পেশা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
চুরি করাই ওদের পেশা! গ্রেফতার চার চোর।

ঢাকা: রাজধানীর গুলশান এলাকায় ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের ল্যাপটপ চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নুরু জামাল, আসলাম জমাদার, রফিকুল ইসলাম ওরফে রউফ ও মো. খোকন মল্লিক।



সোমবার (১৫ নভেম্বর) ধারাবাহিক অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকা এবং গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১২টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে চোর চক্রের সদস্যরা গুলশান এলাকায় ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের ল্যাবের জানালার গ্রিল কেটে ল্যাবে প্রবেশ করে ৩২টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ৯ নভেম্বর গুলশান থানায় চুরির একটি মামলা দায়ের হলে তদন্ত করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তদন্তকালে প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গ্রেফতার আসামিদের অবস্থান শনাক্ত করে গাছা থানা এলাকা থেকে ধারাবাহিক অভিযান পরিচালনা করে জামাল, আসলাম, রফিকুল ও খোকনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাসিরা জানিয়েছেন, তারা পেশাদার চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরেই গুলশান, বনানী, গাজীপুরের গাছা এবং টঙ্গী পশ্চিম থানা এলাকায় চুরি করে আসছিল। তাদের আর কোন বৈধ পেশা নেই। সে অনুযায়ী তারা গুলশানের ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের জানালার গ্রিল কেটে ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

গ্রেফতারদের নামে গুলশান থানার দায়ের করা মামলায় মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।