ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ডিজিটাল সেন্টারে দেওয়া হচ্ছে ৬০ ধরণের সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
কুড়িগ্রামে ডিজিটাল সেন্টারে দেওয়া হচ্ছে ৬০ ধরণের সেবা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টারের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ৬০ ধরণের গুরুত্বপূর্ণ সেবা।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইনে উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিলুফা সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও প্রযুক্তি বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় বক্তারা জানান, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধনের মাধ্যমে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ৬০ ধরণের সেবা।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এফইএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।