ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে মানবতাবিরোধী এক আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
ঢামেকে মানবতাবিরোধী এক আসামির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শাহ নেওয়াজ (৯৫) মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

সোমবার (১৫ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হলে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮ দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শাহ নেওয়াজ কারাগারে হাজতি ছিলেন। তার বাড়ি নেত্রকোনা দুর্গাপুর উপজেলা এলাকায়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।