ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে গাঁজাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আমতলীতে গাঁজাসহ যুবক আটক আমতলীতে গাঁজাসহ যুবক আটক

বরগুনা: বরগুনার আমতলী থানার পুলিশ অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ মো. শাহাবুদ্দিন হাওলাদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে।

সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাঝগ্রামের কালভার্টের ওপর থেকে তাকে আটক করা হয়।


শাহাবুদ্দিন কুকুয়া ইউনিয়নের নূর ইসলাম হাওলাদারের পুত্র।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বাংলানিউজকে বলেন, মাদকে কোন ছাড় নেই। আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।