ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয় সড়কে সারি সারি গাড়ি, অলস পড়ে আছে রেকার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
সচিবালয় সড়কে সারি সারি গাড়ি, অলস পড়ে আছে রেকার!

ঢাকা: সচিবালয়ের দক্ষিণ পাশের সড়কে সারি সারি গাড়ি পার্কিংয়ের কারণে বিকেলের দিকে তীব্র যানজট দেখা যায়। পুলিশ বলছে, সড়কে গাড়ি পাকিং এটা নিত্যদিনের ব্যাপার।

এ কারণে যানজটে প্রতিদিনই জনগণ ভোগান্তিতে পড়ে। পুলিশ পার্কিং করা গাড়ি সারানোর জন্য রেকার নিয়ে এলেও সেটা অসহায়ের মতো গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সচিবালয়ের প্রবেশ পথে হাতের বাম দিকে দেখা যায় সারি সারি গাড়ি পার্কিং করা।

পুলিশ সূত্রে জানা যায়, সচিবালয়ের দক্ষিণ পাশের সড়কে সারিবদ্ধভাবে গাড়ি পার্কিং করে রাখে সচিবালয়ে আসা লোকজন। এটা নিত্যদিনের ব্যাপার। রেকার এনে গাড়ি সরানোর উদ্যোগ নিলেও সেটা রহস্যজনকভাবে আর সম্ভব হয় না। তবে সচিবালয়ের সামনে সারিবদ্ধ গাড়ি পার্কিং এটা এখান থেকে সরানো জরুরি। তাহলে সচিবালয়ের সামনের সড়ক সব সময় রানিংয়ে থাকবে। তবে সেখানে কোনো পার্কিংয়ের জায়গা না থাকার কারণে সচিবালয়ে আসা লোকজন উপায় না পেয়ে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে।  

সচিবালয়ের প্রবেশ মুখে শাহবাগ জোনের দায়িত্বরত ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) শাহ মো. লুৎফুল আনাম সাগর বলেন, দুটি কারণে রেকার আনা হয়। যে গাড়ির কোনো কাগজপত্র নেই তবুও সড়কে চলাচল করছে, সেসব গাড়িতে রেকার লাগিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং করে রেখেছে লোকজন নেই জনগণের ভোগান্তি হচ্ছে, পার্কিংয়ের কারণে যানজট হচ্ছে, সেসব গাড়ি রেকার লাগিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। তাই আজ রেকার আনা হয়েছিল রাস্তা পরিষ্কারের জন্য।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।