ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল এক্সপ্রেস পুনরায় চালু হচ্ছে ২ ডিসেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
বেনাপোল এক্সপ্রেস পুনরায় চালু হচ্ছে ২ ডিসেম্বর

ঢাকা: বেনাপোল এক্সপ্রেস আগামী ২ ডিসেম্বর থেকে পুনরায় চলাচল শুরু করার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে বিভাগ।

সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বেনাপোল এক্সপ্রেস করোনা মহামারির কারণে গত ৫ এপ্রিল থেকে সাময়িকভাবে চলাচল বন্ধ হয়।

 

বেনাপোল এক্সপ্রেস আগামী ২ ডিসেম্বর থেকে পুনরায় চলাচল শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও চিঠিতে জানানো হয়।  

করোনা মহামারির কারণে এর আগে গণপরিবহন বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।