ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ইয়াবাসহ কনস্টেবল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
বান্দরবানে ইয়াবাসহ কনস্টেবল আটক মো. কামাল

বান্দরবান: বান্দরবানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) রাতে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

 
 
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা ভরাখালির গোদারপাড় এলাকা থেকে ইয়াবাসহ মো. কামাল (৩২) নামে এক বিক্রেতাকে আটক করে। এসময় তল্লাশি করলে তার কাছ থেকে ১ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি একজন পুলিশ কনস্টেবল এবং বর্তমানে তিনি বান্দরবান কোর্ট পুলিশের দায়িত্বে কর্মরত রয়েছেন। তিনি চট্টগ্রাম জেলার মৃত সামশুল আলমের ছেলে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ২শ পিস ইয়াবাসহ কামাল নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।  

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। আটক কনস্টেবলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলানিউজকে তিনি জানান, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরিপ্রেক্ষিতে পার্বত্য জেলা বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
 
এদিকে পুলিশের এক কনস্টেবল ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।