ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়লা ফেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ময়লা ফেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গৃহকর্তার মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোরের গুরুদাসপুরে মাছ ধোয়া পানি ও ময়লা ফেলতে গিয়ে ছাদ থেকে পড়ে মো. সাইফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে গুরুদাসপুর পৌর সদরের উত্তরনাড়িবাড়ী মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী গুরুদাসপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার বাংলানিউজকে জানান, তার প্রতিবেশী সাইফুল ইসলামের স্ত্রী রুবিনা পারভীন স্থানীয় বেগম রোকেয়া গার্লস স্কুলের শিক্ষক। স্ত্রী বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ডিউটি করতে যাওয়ার কারণে সাইফুল ইসলাম দুপুরে বাড়ির ছাদে নিজেই রান্না করছিলেন। একপর্যায়ে ছাদ থেকে মাছ ধোয়া পানি ও ময়লা ফেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১  
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।