ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, মামলায় আসামি ৫০০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, মামলায় আসামি ৫০০ 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছিল।  

এ ঘটনায় নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী এস.এম সাইফুজ্জামানসহ অজ্ঞাত পাঁচশ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

  

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত রাতে এসআই জ্যোতিষ চন্দ্র দেব বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জঙ্গলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে নৌকার প্রার্থী এসএম সাইফুজ্জামানের নেতৃত্বে তার কয়েকশ' সমর্থক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার ওপর হামলা চালায়।  

প্রসঙ্গত, দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আছিম পাটুলি ইউনিয়নে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী ইমরুল কায়েস ১০ হাজার ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

অপরদিকে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী এসএম সাইফুজ্জামান পেয়েছেন চার হাজার ১৩৬ ভোট।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।