ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ৩ জনের কারাদণ্ড ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ৩ জনের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফসলি জমি ও খাল থেকে মাটি উত্তোলনের অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এ আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কল্যাণপুর গ্রামের আব্দুল কাদির (৩৬), বাগাউড়া গ্রামের তাহের মিয়া (১৯) ও সদরঘাট গ্রামের দুলাল মিয়া (২৭)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া এলাকায় একটি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিলেন। এতে খালের পাড়, ফসলি জমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

খবর পেয়ে ঘটনাস্থল আসে ভ্রাম্যমাণ আদালত। এরপর ওই তিন জনকে আটক করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারা অমান্য করার দায়ে তিন জনের প্রত্যেককে এক মাস করে বিনামশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) লোকেশ চন্দ্র দাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মুঠোফোনে বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।