ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

ময়মনসিংহ: য়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত রয়েছেন ৯ জন।

এছাড়াও নিয়মিত মামলায় গ্রেফতার হয়েছে আরও ৮ জন।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

গ্রেফতাররা হলেন- কাজল মিয়া, তুষার, মো. খলিল, সুব্রত পাল (রঞ্জন), মো. মাসুদ,  মো. মিঠু, প্যারিজ ডায়মন্ড, মো. আনিছ ও মো. আল আমিন।  

ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার (১৫ নভেম্বর) রাতে পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।