ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
সাবেক স্ত্রীর প্রেমিকের ছুরিকাঘাতে কিশোর নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় সাবেক স্ত্রী মুন্নীর প্রেমিকের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক (১৫) নামে এ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওমর ফারুক বগুড়া সদর উপজেলার মালতিনগর এলাকার মজিবর রহমানের ছেলে এবং মালতিনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত জানুয়ারি মাসে ফারুক মুন্নী নামে ওই স্কুলের দশম শ্রেণি এক ছাত্রীকে বিয়ে করেন। দাম্পত্য কলহের কারণে গত মে মাসে তাদের বিচ্ছেদ হয়। পরে একই স্কুলে হৃদয় নামে দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে মুন্নীর প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। তবে বিষয়টি নিয়ে ফারুক ও মুন্নীর মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা হয়ে আসছিলো।

এদিকে ১১ নভেম্বর তাদের স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হচ্ছিল। এ সময় হৃদয়ের সঙ্গে ফারুক তার সাবেক স্ত্রী মুন্নীকে দেখতে পায়। এতে ফারুক ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে মুন্নী ও হৃদয়ের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মাঠেই ফারুককে ছুরিকাঘাত করে হৃদয়।

পরে স্থানীয়রা ফারুককে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

মালতিনগর বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ফারুকের সাবেক স্ত্রীর প্রেমিকের সঙ্গে ঝামেলায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনও মামলা করা হয়নি। তবে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।