ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ইটভাটাকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
রামগঞ্জে ইটভাটাকে লাখ টাকা জরিমানা ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: বিভিন্ন অনিয়মের দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে এইচটিসি নামে একটি ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এ জরিমানা করেন।

মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ভঙ্গ করায় ওই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

এছাড়াও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কিছু প্রার্থীকে আচরণবিধি প্রতিপালনের বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।