ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজ নারীর মরদেহ পড়ে ছিল রাস্তার ঢালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
নিখোঁজ নারীর মরদেহ পড়ে ছিল রাস্তার ঢালে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় নিখোঁজ রিমা আক্তার (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মিঠামইন সদর ইউনিয়নের একটি সড়কের ঢালে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিমা আক্তার উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া শেখের হাটির আজগর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘাগড়া মীর বাড়ির আনোয়ার মিয়ার ছেলে আমিরের সঙ্গে রিমা আক্তারের বিয়ে হয়। বছর দেড়েক আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। জামির নামে তিন বছরে এক ছেলে রয়েছে  তাদের। রিমা আক্তার চট্টগ্রামের একটি গার্মেন্টসে কাজ করতেন। গত চারদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মিঠামইন-ঘাগড়া সড়কের ঢালে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে।  

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৭ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।