ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালী ছাত্রাবাসের দেবে যাওয়া ফ্লোরের সংস্কার শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
পটুয়াখালী ছাত্রাবাসের দেবে যাওয়া ফ্লোরের সংস্কার শুরু দেবে যাওয়া ছাত্রাবাসের মেঝে। চবি: বাংলানিউজ

পটুয়াখালী: সোমবার (১৫ নভেম্বর) গভীর রাতে পটুয়াখালী সরকারি কলেজের শেখ কামাল হোস্টেলের ফ্লোর দেবে গিয়ে আটজন ছাত্র আহত হওয়ার ঘটনার পরে তাৎক্ষণিক মেঝে সংস্কারের উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এ ঘটনায় আহতদের মধ্যে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছয়জন।

 

আহতরা হলেন- আতিক, আরিফ, হান্নান, রাকিব, রুমান মীর রায়হান। রাতেই শিক্ষা প্রকৌশলসহ একটি টিম পরিদর্শনে এসেছে।  সমস্যা সমাধানে তারা (শিক্ষা প্রকৌশল বিভাগ) দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিছেলেন।

পটুয়াখালী শিক্ষা প্রকৌশল বিভাগ নির্বাহী প্রকৌশলী হাদিউজ্জামান খান বলেন, ২০০৩ সালের নির্মিত ভবনের সেনড্রেন তৈরির কারণে ভবনের নিচের বালু অতিরিক্ত প্রেসারের কারণে বের হয়ে গেছে। এখন বালু ভরাট করে সোলিং করে সিসি ঢালাই দিয়ে ঠিক করার কাজ চলছে।

জানা যায়, সোমবার রাতে ছাত্রাবাসে এলার্ট মিটি শেষ করে বের হয়ে সবাই বারান্দায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করেই ফ্লোরের নিচে প্রায় সাত ফুট গভীর ফাঁকা তৈরি হয়। ওই ফাঁকায় পরে আট থেকে ১০ জন ছাত্র আহত হন।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।