ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘সোনার নৌকা’ উপহার পেলেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ওয়াহ্হাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
‘সোনার নৌকা’ উপহার পেলেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ওয়াহ্হাব

মাগুরা: নিজ জেলায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোনার নৌকা উপহার পেলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এ টি এম আবদুল ওয়াহ্হাব।  

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার আবু আনসার নাজাত আশার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিউজা উল জান্নাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নুর উর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সংবর্ধনা পর্বে মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাবকে সোনার নৌকা উপহার দেওয়া হয়। পরে প্রধান অতিথি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।