ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে বাসচাপায় আহত অটোরিকশাচালকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
কমলনগরে বাসচাপায় আহত অটোরিকশাচালকের মৃত্যু 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে বাসচাপায় আহত মো. আব্দুল গফুর (৩৫) নামে এক অটোরিকশার চালক মারা গেছেন।  

বুধবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল গফুরের পরিবারের সদস্যরা।  

আরো পড়ুন: অটোরিকশার ওপর উঠে গেল বাস

নিহত গফুর লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আবদুল হাইয়ের ছেলে।  

জানা গেছে, মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে তোরাবগঞ্জ বাজারে 'আজাদ পরিবহন' নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল গফুরের অটোরিকশার ওপর উঠে যায়। এর আগে বাসটি ফুটপাতের তিনটি দোকান ও একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে গফুরসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছিলেন। আহতদের মধ্যে অনেকে বাজারের ব্যবসায়ী এবং পথচারী ছিলেন। তাদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আব্দুল গফুরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।