ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশার ওপর উঠে গেল বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
অটোরিকশার ওপর উঠে গেল বাস

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের পাশে থাকা একটি অটোরিকশার ওপর উঠে গেছে। একই সময় গাড়িটি একটি প্রাইভেটকারকেও ধাক্কা দিয়েছে।

ঠিক এর আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের তিনটি দোকানে ঢুকে পড়ে বাসটি।  

এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে অনেকে বাজারের ব্যবসায়ী এবং পথচারী।

আহতদের মধ্যে সিরাজ মাঝির ছেলে মো. রাজু (১০), মো. আলীর ছেলে মো. কাউছার (৩৫), ইসমাইল হোসেনের ছেলে মো. ফারুক (২৫), মনছুর মিয়ার ছেলে মো. মানিক (৩৫), জাহিদুল ইসলাম নিহাদ ও আব্দুল হাইর ছেলে সিএনজি চালিত অটোরিকশার চালক মো. গফুরের নাম জানা গেছে।

তাদের মধ্যে পাঁচজনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দু’জনকে জেলা সদর হাসপাতাল এবং গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত আট-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।  

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে রামগতিগামী যাত্রীবাহী একটি বাস তোরাবগঞ্জ বাজারে এলে নিয়স্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা দুইটি ভ্যারাইটিজ স্টোর ও একটি ফলের দোকানে ঢুকে পড়ে বাসটি। পরে রাস্তার পাশে থাকা একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে একটি অটোরিকশার ওপর উঠে যায় গাড়িটি। এতে অটোরিকশার পেছন দিক থেকে অর্ধেকেরও বেশি অংশ বাসের নিচে চলে যায়। এছাড়া প্রাইভেটকারটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।