ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পার হতে রেলের লাগবে কোটি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
বঙ্গবন্ধু সেতু পার হতে রেলের লাগবে কোটি টাকা

টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পার হতে রেল মন্ত্রণালয়কে এবার থেকে প্রতিবছর গুণতে হবে দ্বিগুণ টাকা। আগে এ সেতু  দিয়ে ট্রেন পারাপারের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে দিতে হতো ৫০ লাখ টাকা।

কিন্তু টোল বাড়ানোয় এখন থেকে বছরে এক কোটি টাকা দিতে হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায়  বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১২টার পর থেকে বাড়তি টোল চালু হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন ২৮ থেকে ৩০টি ট্রেন পারাপার হয়। এজন্য প্রতিবছর রেল মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা টোল আদায় করা হতো। কিন্তু এখন বাড়তি টোল আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রতিবছর ওই (রেল) মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে প্রতিবছর এক কোটি টাকা দেবে। এছাড়া সব ধরনের যানবাহনের টোলও বাড়ানো হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ অক্টোর) বিকেলে বঙ্গবন্ধু সেতু সব যানবাহন পারাপারের জন্য বাড়তি টোল আদায়ের বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি পত্রও তারা পেয়েছেন। রাত ১২টার পর থেকে এ নির্দেশনা কার্যকর হয়।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।