ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জ্ঞান ফিরে পায়ুপথে রক্ত দেখে শিশুটি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
জ্ঞান ফিরে পায়ুপথে রক্ত দেখে শিশুটি!

ঢাকা: রাজধানীর কদমতলীতে ১১ বছরের এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) শিশুটির বাবা অভিযোগ করে বলেন, স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে তার ছেলে। তিনি এলাকাতে চায়ের দোকানে ব্যবসা করেন। ঘটনার দিন রাতে তাকে ডাকতে চায়ের দোকানে যাচ্ছিল ছেলে। পথে স্থানীয় এক কিশোর তার ছেলের নাকে-মুখে রুমাল চেপে ধরলে অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে শ্যামপুর হাই স্কুলের পাশে একটি ফাঁকা বাড়িতে পড়ে আছে। তখন পায়ুপথে রক্ত দেখে বুঝতে পারে তাকে বলাৎকার করা হয়েছে।

তিনি আরও জানান, তখন শিশুটি বাসায় গিয়ে তাদেরকে বিষয়টি জানায়। এরপর রাতেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত ওই কিশোর শ্যামপুর একটি  দোকানে কাজ করে।

এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানায় শিশুটির পরিবার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে তিনি। তার অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।