ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
শার্শায় ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ২

বেনাপোল (যশোর): শার্শার সীমান্ত এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার লক্ষণপুর গ্রাম থেকে মাদকের এ চালানটি আটক করে।

 

আটক আসামিরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে রিপন মোড়ল (৩৪) ও শার্শা থানাধীন পান্তাপাড়া গ্রামের দেলোয়ার মিয়ার ছেলে মিন্টু মিয়া (৩১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ মাদক চালান এনে লক্ষণপুর গ্রামে অবস্থা করছে। এমন সংবাদের ভিত্তিতে লক্ষণপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বাংলানিউজকে জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।