ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে গেল সেনাবাহিনীর সাইক্লিং দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
ভারতে গেল সেনাবাহিনীর সাইক্লিং দল

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ভারতে গেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের সাইক্লিং দল।  

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে সীমান্তের শূন্য রেখায় তাদের ফুল ও উত্তরীয় পরিয়ে স্বাগতম জানান ভারতীয় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি ও ডেপুটি কমানডেন্ট পিত্তি সিং।

 

চতুর্থ ইন্দো-বাংলা জয়েন্ট সাইক্লিং প্রতিনিধি দলটির ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কলকাতা (দমদম) সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি এবং বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন যশোর সেনানিবাসের কর্নেল মো. মুহতাসিম হায়দার চৌধুরী।  

এ সাইক্লিং দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের কর্নেল মোহিত সিং ও বাংলাদেশের মেজর মাহমুদ আফজাল।  

গত ১৫ নভেম্বর সাইক্লিং দলটি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে। এরপর যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করে দলটি।  

এরপর শুক্রবার দর্শনা বন্দর দিয়ে ঢুকে ভারতের কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী হয়ে কলকাতায় যাবে দলটি। সেখানে ২২ নভেম্বর অনুষ্ঠেয় ফ্লাগ ইন এবং সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।  

সমাপনী অনুষ্ঠান শেষে ২৩/২৪ নভেম্বর বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরে আসবে বাংলাদেশ সেনাবাহিনীর দলটি। প্রতিবছর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ সাইক্লিং এক্সপেডিশন অনুষ্ঠিত হয়। করোনা সংক্রমণের কারণে গত বছর বন্ধ ছিল।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।