ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
গোপালগঞ্জে ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় নাহমাদুল ইসলাম (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত নাহমাদুল টুঙ্গিপাড়ায় উপজেলার পাকুড়তিয়া গ্রামের বাচ্চু শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, শিশু মাহমুদুল সড়কের পাশের একটি খালে হাতমুখ ধুতে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ওই শিশু মারা যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।