ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিয়েবাড়ি বিষাদে পরিণত হলো মুহূর্তেই!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
বিয়েবাড়ি বিষাদে পরিণত হলো মুহূর্তেই! প্রতীকী ছবি

মেহেরপুর: মামার বিয়েতে এসে রাস্তায় মায়ের হাত ধরে দাঁড়িয়ে ছিল শিশু ইয়াসিন আলী (১১)। এসময় সড়ক দিয়ে যাওয়া ট্রাকের চাকায় লাগা ইটের টুকরোর আঘাতে প্রাণ হারায় সে।

এ ঘটনায় নিমিষেই বিয়ে বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়ে যায়।

শুক্রবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের বামনপাড়া কুদরোতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং স্থানীয় এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মায়ের হাত ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিশু ইয়াসিন। এসময় একটি খালি ট্রাক ওই এলাকা অতিক্রম করার সময় পেছনের একটি চাকা ফেটে যায়। চাকার নিচে লেগে থাকা একটি ইটের টুকরো ছিটকে এসে দাঁড়িয়ে থাকা ইয়াসিনের মাথায় আঘাত লাগে। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি শাহ দারা খান।

এদিকে গাংনী উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল ও বাঁশবাড়িয়া গ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।  

জানা যায়, তেরাইল গ্রামে মাইক্রোবাসের ধাক্কায় চেঙগাড়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে শামসুল আলম (৪৫) ও তেরাইল গ্রামের নবিছদ্দীনের ছেলে মতিয়ার রহমান আহত হন। বাঁশবাড়িয়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন নাজমুল হুদার ছেলে রিপন হোসেন (২২)।

তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রিপন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্মরত স্যাকমো সোহাগ হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।