ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগনকে স্ত্রী রিয়া মনিকে (২০) শ্বাসরোধ করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী মো. রুবেল (২৫)।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগাও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়া এক সন্তানের জননী এবং বটতলা মন্দির পাড়া এলাকার মোতালেব মিয়ার মেয়ে।  

রিয়ার মামা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তাদের অভাব অনাটনের সংসারে ঝগড়া লেগে থাকতো। ঘটনার দিন রাতে ঝগড়ার এক পর্যায়ে স্বামী রুবেল রিয়ার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করে। রুবেলের বাবার নাম দেলোয়ার মিস্ত্রী।  

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই স্বামী রুবেল থানায় এসে আত্মসমর্পণ করে। রুবেলের গ্রামের বাড়ী কুমিল্লায়। তারা দেড় বছরের মেয়েকে নিয়ে দুই মাস ধরে দক্ষিণ পানগাঁও এলাকায় ভাড়া থাকতেন। আসামি হত্যার দ্বায় শিকার করায় থানায় একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।