ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে হানাদার মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
শ্যামনগরে হানাদার মুক্ত দিবস পালিত শ্যামনগরে হানাদার মুক্ত দিবস পালিত

সাতক্ষীরা: শ্যামনগর হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম শত্রুমুক্ত হয় দেশের সর্ব দক্ষিণের উপজেলা শ্যামনগর।

শুক্রবার (১৯ নভেম্বর) দিবসটি উদযাপনে সকাল থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ জামান সাঈদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন গাজী, এমএ মজিদ, শ্যামনগর থানার ওসি (তদন্ত) কাজী শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কামরুল হায়দার নান্টু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।